৪৮ ঘণ্টার মধ্যে টিপ পরা নারীকে হেনস্তাকারী পুলিশকে গ্রেপ্তার দাবি

৪৮ ঘণ্টার মধ্যে টিপ পরা নিয়ে শিক্ষিকা লতা সমাদ্দারকে হেনস্তাকারীকে পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। রবিবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে।
‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা আকরামুল হক। সঞ্চালনা করেন খান আসাদুজ্জামান মাসুম। বক্তব্য রাখেন বিভিন্ন সংস্কৃতিকর্মীরা। কর্মসূচি ঘোষণা করেন রবীন আহসান।
রবীন আহসান তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না হয়। তাহলে শাহবাগে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ।
আরও পড়ুন: টিপ পরায় কলেজ শিক্ষিকাকে হেনস্তা, তীব্র ক্ষোভ
টিপ পরা নিয়ে কটূক্তি: পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
পুলিশের ইউনিফর্ম পরে শিক্ষিকাকে ‘ইভটিজিং’
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে একজন নারীকে টিপ পরার জন্য রাষ্ট্রের একটি বাহিনীর সদস্য হেনস্থা করেছে। এটা মানুষের স্বাধীনতার উপর আঘাত। এটা সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা যৌন হয়রানী। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা হয়নি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে ওই পুলিশ সদস্যকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। বিচারের মুখোমুখি করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এপি/
