নাজিরাবাজারে ৫ তলা ভবনে বিস্ফোরণ, ৩ জন আহত
ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় আলু বাজার, নাজিরা বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে মাঝরাতে বিস্ফোরণের পর আগুন লেগে ভবনটির একাংশ ধসে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আহত তিনজনের একজন নারী, একজন পুরুষ এবং একজন শিশু বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার সূত্র জানিয়েছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভবনটি খালি করে সেটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার সূত্র সোমবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে ঢাকাপ্রকাশকে জানায়, রাত পৌনে ২টার দিকে একটি বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ওই ভবন ও আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে। নিচতলায় গ্যাস বিস্ফোরণের কারণে ভবনটির একাংশ ধসে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও রাত ৩টার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ এবং উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এপি/এএন