মেয়াদ উত্তীর্ণ ওষুধ
মোহাম্মদপুরে ৫ ফার্মেসিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
র্যাব-৪ এর এই আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। তিনি জানান, অভিযানে ইসলাম ফার্মেসী’কে ২ লক্ষ ৫০ হাজার, অনুরাগ ফার্মেসী’কে ১ লাখ, এসএইচ ফার্মেসী’কে ৫০ হাজার, বাংলাদেশ ফার্মেসী’কে ৩০ হাজার এবং নাজ ফার্মেসী’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে র্যাবের এ ধরনের নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রয়কারীদের বিরেুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আরও অংশ নেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক নাহিন আল আলম।
এনএইচ/এএন
