সোম ও মঙ্গলবার মেয়র কাপের সেমিফাইনাল

সোম ও মঙ্গলবার ঢাকা মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনাল। রবিবার (২৭ মার্চ) কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়েছে।
রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। আগামী ২৮ মার্চ (সোমবার) শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ফুটবল এবং ২৯ মার্চ (মঙ্গলবার) গোলাপবাগ মাঠে ক্রিকেটের সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ মার্চ) কোয়ার্টার ফাইনালের ৪ ম্যাচে ৮ ওয়ার্ডের ৮টি দল খেলায় অংশ নেয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর ২টায় ১৪ নম্বর ও ৩১ নম্বর, বিকেল ৪টায় ৯ নম্বর ও ২৮ নম্বর, সন্ধ্যা ৬টায় ১২ নম্বর ও ২০ নম্বর এবং রাত ৮টায় ২৪ নম্বর ও ৭৩ নম্বর ওয়ার্ডের মধ্যে এসব ম্যাচ অনুষ্ঠিত হয়।
১ম ম্যাচে ৩১ নম্বর ওয়ার্ড ০৩-০১ গোলে ১৪ নম্বর ওয়ার্ডকে, ২য় ম্যাচে ৯ নম্বর ওয়ার্ড ০৬-০০ গোলে ২৮ নম্বর ওয়ার্ডকে, ৩য় ম্যাচে ১২ নম্বর ওয়ার্ড ০৪-০০ গোলে ২০ নম্বর ওয়ার্ডকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে। ২৪ নম্বর ওয়ার্ড ও ৭৩ নম্বর ওয়ার্ডের মধ্যকার ৪র্থ ম্যাচে নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ায় পরবর্তীতে ট্রাইবেকারে ২৪ নম্বর ওয়ার্ড ০৩-০০ গোলের ব্যবধানে জয়লাভ করে। ২য় ম্যাচের ৯ নম্বর ওয়ার্ডের জুয়েল একাই ৩ গোল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচত হয়।
এছাড়াও ১ম ম্যাচে ৩১ নম্বর ওয়ার্ডের অধিনায়ক তাওহীদ (২ গোল), ৩য় ম্যাচে ১২ নম্বর ওয়ার্ডের জয় (১ গোল) ও ৪র্থ ম্যাচে ২৪ নম্বর ওয়ার্ডের গোলরক্ষক উদয় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এদিকে, আগামী ২৮ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে দুপুর ২টায় ৯ নম্বর ও ৩১ নম্বর ওয়ার্ড এবং বেলা ৪টায় ১২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে দ্বিতীয় ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ২০২২’ এর ফুটবলের সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, আগামী ২৯ মার্চ গোলাপবাগ মাঠে ২ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ড এবং ৪ ও ৬৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরইউ/এমএমএ/
