আমরা দুই মেয়র ১০০ তে ১০০ পেয়েছি: তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা দুই মেয়র মিলে ১০০ তে ১০০ পেয়েছি’।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ‘ঢাকা নগর পরিবহন’ চালুর উদ্যোগ সফল হয়েছে দাবি করে মেয়র এ কথা বলেন।
দুই ঘণ্টার সভা শেষে দুপুর ২টার দিকে ডিএসসিসি মেয়র তাপস সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রয়াত মেয়র আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে।’
যাত্রী সেবাটা আমাদের প্রাধান্যের বিষয় এমনটা জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছেন। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি। ঢাকা নগর পরিবহন ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন।’
গত সভায় আমারা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি রুট চালু হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘তিনটি রুট চালুর অগ্রগতি পর্যালচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি।’
রুট তিনটির বর্ণনা দিতে গিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘২২ নম্বর রুটে ৫০টি বাস সেবা চালু করা হবে। ২৩ নম্বর রুটে ১০০টি বাস এবং ২৬ নম্বর রুটে ৭৫টি বাস চালু করা হবে। সবমিলিয়ে ২২৫ টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ২০১৯ সালের পরে থেকে রেজিষ্ট্রেশন হয়েছে সেই বাস এবং নতুন বাস দেওয়া হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন আওয়াতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কীভাবে দ্রুত বাস সেবা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ২২ নম্বর রুটে কীভাবে আরও ১০০ বাস দেওয়া যায় সে ব্যাপারে আলোচনো হয়েছে। সে অনুযায়ী ট্রান্স সিলভাকে ১০০ বাস দেওয়া হয়েছে। ২৩ নম্বর রুট বসিলা শুরু করে মোহাম্মদপুর, শিয়ামসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাঁচপুর পর্যন্ত।’
আরইউ/এমএমএ/