দুটি সংবাদ সম্মেলন হয়েছে, নাটক ও মশাল মিছিল আছে
টানা সপ্তম দিনের আন্দোলনে বিচারের দাবীতে উত্তাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী এবং শিক্ষকরা। তারা পরপর দুটি সংবাদ সম্মেলন করেছেন। একটি স্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
তাদের সহপাঠীনিকে গণধর্ষণ ও প্রতিবাদে সড়ক অবরোধ করায় ছাত্র, ছাত্রী, শিক্ষক ও উপাচার্যকে সন্ত্রাসী বাহিনী হামলা করে আহত করার বর্বর ঘটনায় আজ ২ মার্চ বুধবার সকাল ১১টায় আন্দোলনকারী ছাত্র, ছাত্রীরা একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা ছাত্রীকে গণধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন। তারা তাদের ওপর হঠাৎ হামলাকারীদের আইনের আওতায় এনে চিহ্নিত করার দাবী জানিয়েছেন। এছাড়াও শিক্ষাথী ও শিক্ষকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জের মেয়ে হিসেবে সরাসরি দেখভালের দাবী জানিয়েছেন।
এরপর তাদের ক্যাম্পাস এলাকার মেয়ে শেখ হাসিনা-বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদীয় গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম (শেখ সেলিম)’র কাছে তাদের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়ে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের ১৫ জন ছাত্রী তাদের সবার জীবনের নিরাপত্তা চেয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন। তারা শেখ সেলিমের ছবিও বহন করেছেন তখন। তারা অন্য সবার জীবনের নিশ্চয়তা দাবী করেছেন প্রধানমন্ত্রীর কাছে। তারা শেখ হাসিনা, শেখ মুজিব, বেগম মুজিবের ছবি পেছনে রেখেছেন।
দুপুর ১২টায় তাদের আন্দোলনস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গণধর্ষকদের বিচারের দাবীতে আন্দোলনকারীরা স্বাক্ষর কর্মসূচি পরিচালনা করেছেন।
ঢাকা প্রকাশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সফিকুল আহসান ইমন আরো জানিয়েছেন, আজকে সন্ধ্যা ছয়টায় আন্দোলনের অংশ হিসেবে ছাত্র, ছাত্রীরা ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী নাটক মঞ্চায়ন করবেন।
তারা সন্ধ্যা সাতটায় সন্ত্রাসবিরোধী মশাল মিছিল করবেন।
ওএস।