বুয়েটের ২২ জন ছাত্র-ছাত্রীর মেধার স্বীকৃতি দিল বার্জার
এই দেশের সবচেয়ে পুরোনো, প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো বুয়েট (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়)।
বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তিতে তাদের মেধা উন্নয়ন ও স্বীকৃতি প্রদান কার্যক্রম পরিচালনা করে নামকরা পেইনটিংস প্রতিষ্ঠান বাজার বাংলাদেশ বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।
২০১৭ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া কার্যক্রমটিতে বুয়েটের স্থাপত্য বিভাগের ছাত্র, ছাত্রীদের বাস্তব ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনে বার্জার সাহায্য করে। পড়ালেখায় তাদের আরো অনুপ্রাণিত করতে বিশ্বসেরা করপোরেট কম্পানিটি তাদের অ্যাওয়ার্ড বা বিভিন্ন ক্ষেত্রে মেধার প্রকাশের স্বীকৃতি প্রদান করে। এটি প্রতিষ্ঠানটির অন্যতম সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম।
এবার বুয়েটের স্থাপত্য বিভাগের ২০১৬-’১৭ ও ২০১৭-’১৮ শিক্ষাবর্ষের মোট ২২ জন মেধাবী, তরুণ স্থপতিকে একত্রে অনলাইন আয়োজনের মাধ্যমে পুরস্কৃত করেছে বাজার বাংলাদেশ।
মোট চারটি বিভাগে স্থাপত্যবিদ্যার সবচেয়ে ভালো ছাত্র, ছাত্রীদের এই পুরস্কারগুলো প্রদান করা হয়েছে।
পুরস্কারের বিভাগগুলো হলো-‘বার্জার ট্রাভেল গ্রান্ট’, ‘বার্জার বেস্ট পোটফোলিও’, ‘বার্জার প্রমিজিং ডিজাইনার’ ও ‘বার্জার বেস্ট ডিজাইন’ অ্যাওয়ার্ড।
বাজারের ভ্রমণ অনুদান লাভ করেছেন ২০১৬-’১৭ শিক্ষাবষের মোট পাঁচজন ছাত্র, ছাত্রী। তাদের তিনজন ছাত্রী, বাকিরা ছাত্র। গ্রান্ট পেয়েছেন হুমাইরা বিনতে হান্নান, ফাকিহা রিফাত বুশরা, আনিকা তাসনিয়া, নিলয় দাস ও আরিফুজ্জামান তানভীর।
২০১৬-’১৭ শিক্ষাবর্ষ থেকে বেস্ট পোটফোলিও অ্যাওয়াডটি পেয়েছেন করেছেন মো. তামজিদ হাসান খান।
শিক্ষাবর্ষটির সপ্তম ছাত্র হিসেবে বাজারের আরেকটি পুরস্কার প্রমিজিং ডিজাইনার হয়েছেন মো. আরাফাত রহমান দেওয়ান।
শিক্ষাবর্ষটিতে বাজার বেস্ট ডিজাইনার অ্যাওয়াড প্রদান করা হয়েছে সাঈদা রুয়াইদা ইসলামকে।
বুয়েটের পরের সেশন ২০১৭-’১৮ থেকেও প্রদান করা হয়েছে একই ‘বার্জার ট্রাভেল গ্রান্ট’, ‘বেস্ট পোটফোলিও’, ‘প্রমিজিং ডিজাইনার’ ও ‘বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ড’।
ট্রাভেল গ্রান্ট পেয়েছেন অমিত কৃষ্ণ সরকার, মো. ইয়াফিজ সিদ্দিকী ও সুদীপ্ত দাস।
‘বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড’ লাভ করেছেন সুজাউল ইসলাম।
‘প্রমিজিং ডিজাইনার অ্যাওয়ার্ড’ জয় করেছেন নাজিফা নাওয়ার সুবহা।
‘বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড’টি জিতেছেন হুমায়রা আনান।
অনলাইনে এই আয়োজন হলেও ছিল বর্ণাঢ্য। বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশের একমাত্র নারী হিসেবে বহুজাতিক বিরাট ও অত্যন্ত নামকরা একটি প্রতিষ্ঠানের প্রধান, শিল্প ব্যক্তিত্ব রূপালী চৌধুরী এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার প্রধান অতিথি ছিলেন।
রূপালী চৌধুরী মেধা স্বীকৃতি লাভ করা ছাত্র, ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমাদের চারটি শাখায় সম্মাননা প্রদানের মাধ্যমে নানা ধরণের কাজের সঙ্গে আপনাদের আরো পরিচয় হবে ও বাস্তব জ্ঞানের পরিধি বাড়বে। আমরা আপনাদের সম্মান জানিয়ে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়ানোর কাজও করছি। মেধার স্বীকৃতি প্রদান করছি।’
তিনি আরো বলেছেন, ‘আমাদের বিশ্বাস, এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের মতো আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশী স্থপতিদের পেশাগত জীবনে সাফল্য অর্জনে প্রস্তুত করবে ও আরো সাফল্য লাভে সাহায্য করবে।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো ছিলেন বাজার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মাকেটিং সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী ও জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নেওয়াজ।
ছিলেন বার্জারের হেড অব এনগেজমেন্ট এ এম এম ফজলুর রশীদ, বার্জার বাংলাদেশের প্রজেক্ট প্রো-লিংকস ও এক্সপেরিয়েন্স জোন প্রধান শাব্বির আহমেদ, প্র-লিংকস বিভাগের পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম।
আর্কিটেকচার ডিপার্টমেন্ট বুয়েট’র চেয়ারম্যান অধ্যাপক ড. শায়ের গফুর, বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ, সহকারী অধ্যাপক ও বার্জার সম্মাননা প্রদান কার্যক্রমের সদস্যসচিব মো. মিজানুর রহমান বিরাট আয়োজনটিতে অংশ নিয়েছেন এবং ছাত্র, ছাত্রী; বাজারকে শুভেচ্ছা, ধন্যবাদ প্রদান করেছেন।
ওএস।