গণধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র-ছাত্রীরা
আজ টানা পঞ্চম দিনের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে দল বেঁধে গণধর্ষণের প্রতিবাদে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে আন্দোলনে হয়েছে। এবার বিদেশি শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে।
দুপুর ১২ টায় ‘জয়বাংলা চত্বর’-এ এই মানববন্ধনে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’ ব্যানার বহন করেছেন তারা। এসময় তারা গণধর্ষণের প্রতিবাদ, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবী করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের ছাত্রী, নেপালের নাগরিক বিবেক কিরণ বলেছেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা স্বাধীন নয়। ফলে মেয়েদের নিরাপত্তা চাই, আমরা ধর্ষণমুক্ত সমাজ চাই।’
তার দেশের আরেকজন, ছাত্রী অস্পিতা কার্তিক বলেছেন, ‘আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে এই দেশের বিচার ব্যবস্থায় আমরা এখনো বিশ্বাস করি। এই ঘটনায় জড়িত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ফার্মেসি বিভাগের ছাত্র, দ্বিতীয় বর্ষে পড়েন সোমালিয়ার ছাত্র আদম। তিনি বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে তা অনাকাংখিত। আমরা অত্যন্ত দুঃখিত। ধর্ষণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। আমরা ধর্ষকদের ফাঁসি চাই। এখানে কোনো নেগসিয়েশন হবে না।’
ওএস।