চোখে কালো কাপড় বেঁধে পথে বসে প্রতিবাদ করলেন
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টায় একজন ছেলে বন্ধুর সঙ্গে যাবার সময় জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের জঘন্য অপরাধের সুষ্ঠু বিচারের দাবীতে চলমান আন্দোলনের তৃতীয় দিনেও রাজপথে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের, নানা বর্ষের প্রায় সব ছাত্র, ছাত্রী। সেদিন রাত থেকেই তারা আন্দোলনে নেমেছেন।
আজ শনিবার, বেলা সাড়ে ১২টায় আন্দোলনরত সাধারণ ছাত্র, ছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে প্রতিবাদী সভার আয়োজন করেছেন। তারা প্রশাসনের দায়িত্বহীনতার অপরাধে চোখে কালো কাপড় বেঁধে নিরবে প্রতিবাদ কমসূচি পালন করেছেন। দাবী করেছেন, গণধষণের তিনটি দিন পেরিয়ে গেলেও বিচার কেন কাযকর হচ্ছে না? কেন গ্রেফতার হয়নি? মামলার কাজ শুরু হলো না?
তাদের বসে পড়ার কর্মসূচিতে প্ল্যাকার্ড ছিল-‘নো রেপ (কোনো ধর্ষণ নয়)’, ‘উই ওয়ান্ট জাস্টিজ (আমরা ন্যায়বিচার চাই)’, ‘আমার সোনার বাংলায় ধষকের ঠাঁই নাই’, ‘হামলাকারীদের শাস্তি চাই’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘হামলাকারীদের শাস্তি চাই’।
শত, শত ছাত্র, ছাত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনের পথে বসে পড়েন ও অনেকে পেছনে দাঁড়িয়ে থাকেন।
তারা সাদা, লাল, কালো, সবুজ ইত্যাদি নানা রঙের হাতে লেখা ছোট, ছোট প্ল্যাকার্ড বহন করেছেন। এর সবগুলোই তাদের বহু কষ্টে তৈরি।
ম্লান মুখে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়াদের একজনের সঙ্গে এই প্রতিবেদক কথা বললে তিনি নিজের নাম আবদুল্লাহ বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির এই ছাত্র বলেছেন ক্ষোভে, ‘আমার বোনের ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনার বিচারের দাবীতে দোষীদের বিলম্বে গ্রেফতার আসলেই দুঃখজনক।’
আবদুল্লাহ বলেছেন, ‘আমরা সবাই চাই-এই অপরাধীদের সর্বোচ্চভাবে বিচারের আওতায় আনা হোক যেন এমন ঘটনা আর কোনোদিন না ঘটে।’
ওএস।