শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে বিকালে কথা বলবেন শিক্ষামন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট সিরসনে সিলেট এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
বিকাল ৪টায় তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং ৭টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও শিক্ষামন্ত্রীর সঙ্গে রয়েছেন।
এর আগে সিলেট বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুলসহ জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে শিক্ষামন্ত্রী সিলেটে পৌঁছেই সকাল সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে সকাল সাড়ে ১০টায় নগরীর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউজে বিরতি নেবেন। রাত ৮টা ২০ মিনিটের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শাবিপ্রবিতে সিরাজুন্নেছা হলের প্রভোস্টের বিরুদ্ধে শুরুতে কতিপয় অভিযোগ তুলেন শাবির শিক্ষার্থীরা। ওই প্রভোস্টের পদত্যাগ দাবিতে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয় আন্দোলন। ১৫ জানুয়ারি শনিবার মধ্যরাতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অবস্থান নেন তারা। ওই দিন শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। ১৭ জানুয়ারি সোমবার এই আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুল আলমের নেতৃত্বে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তোপের মুখে পড়েন। ১৯ জানুয়ারি বুধবার থেকে শুরু হয় আমরণ অনশন কর্মসূচি। এতে শাবিপ্রবির ২৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০ জানুয়ারি মধ্যরাতে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী। ২৬ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকের আশ্বাসে শিক্ষার্থীরা অনশন ভেঙে উপাচার্যের বাসভবনের ফটকের ব্যারিকেড তুলে নেন।
টিটি/