শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ ইস্যুতে ফের সরব হচ্ছেন শিক্ষার্থীরা
উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের সরব হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।
এর আগে ‘লড়াই লড়াই লড়াই চাই, শাবিপ্রবির ছাত্রসমাজ’ ‘এক-দুই-তিন-চার, ফরিদ তুই গদি ছাড়’, ফরিদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি শ্লোগান ও প্লে-কার্ড নিয়ে মিছিল সহকারে শাবিপ্রবির শহিদমিনার প্রাঙ্গণে সমবেত হন।
সেখানে আন্দোলনরতরা উপাচার্যের পদত্যাগ বিলম্ব হচ্ছে কেন-সরকারের প্রতি এমন প্রশ্ন তোলেন।
এর আগে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের (যেখানে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে) সামনে গিয়ে সমবেত হন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাঁড়িয়েছি আইআইসিটি ভবনের সামনে। যেখান থেকে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অবাঞ্চিত উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের ওপর অতর্কিত পুলিশি হামলা চালানো হয়। শিক্ষার্থীদের কোমল হাত যেভাবে রক্তাক্ত করা হয়, ঠিক সেইভাবে ভবনটির সর্বত্র রঙ দিয়ে ‘হাতের রক্তিম ছাপ’ লাগানো হয়।
/এমএসপি