ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের
আবাসিকতা সংকট নিরসনে উপাচর্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের আবাসিকতা সংকট নিরসনে হল নির্মাণ ও ছাত্রদের হল সংস্কারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন সময় আবাসন সংকট নিরসনে অনশন ,অবস্থান কর্মসূচি পালন করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পতিত সরকারের পতনের পর বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে আসন বণ্টন হলেও পর্যাপ্ত সিট না থাকার কারণে দ্বিতীয় বর্ষের ছাত্রীদেরও অপকৃষ্ট পরিবেশে অথবা বিশ্ববিদ্যালয়ের বাহিরে ,মেস হোস্টেল ভাড়া করে থাকতে হয়। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি ঢাকা শহরের পরিবেশে প্রেক্ষাপটে বলাই বাহুল্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মহসীন হল, মাস্টারদা সূর্য সেন হল, সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনের ভঙ্গুর অবস্থা সবার নজরে এসেছে। হাজী মুহাম্মদ মহসীন হলে ২০৪ নাম্বার কক্ষে ছাদের পলেস্তারা ভেঙে শিক্ষার্থী মাসুদ রানার আহত হওয়ার ঘটনা ১৯৮৫ সালের কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারো মনে করিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল একমত পোষণ করে জানায়, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে একটি সত্যিকারের উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষা পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে । সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আবাসিক ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। তাই বর্তমানে শিক্ষার্থীরা আবাসিক হল সংস্কার ও পুঃর্নিমাণের দাবি জানিয়েছে তার সাথে ছাত্রদল একমত পোষণ করছে।
এছাড়াও আবাসিক হলের সিট সংকট নিরসনে একাধিক আবাসিক ভবন নির্মাণের পাশাপাশি সাময়িক সংকট মোকাবেলায় কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসন ব্যবস্থা করা। আবাসিক ছাত্রদের জানমাল নিরাপত্তা বিবেচনায় জড়াজীর্ণ ভবনসমূহ অতিদ্রুত সংস্কার ও প্রয়োজনবোধে পুঃর্নিমাণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।