রাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তালা, ক্যাম্পাসে উত্তেজনা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এর আগে, সকাল ৯টা ৫০ মিনিট থেকে শিক্ষার্থীর প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনে কর্মরতরা বের হয়ে যাননি। অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, গতকাল বুধবার দুপুরে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিষয়ে রাবির অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘এখনো প্রশাসনের কাছে ভাবার মত সময় রয়েছে। ১% কেনো, ০.১% পোষ্য কোটাও রাখা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের চেয়েও কয়েকগুণ দরিদ্র মানুষ এই দেশে রয়েছে। কর্মচারীরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আমাদের আরও ২টি দাবি হলো- ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং ২ জন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে কারণ দর্শাতে হবে।’
এর আগে, মাসখানেক ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
