বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

'নিরাপদ ক্যাম্পাসে নির্ভয়ে পথচলা' প্রতিপাদ্যে কুবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ছবি : ঢাকাপ্রকাশ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন 'সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক' এর উদ্যোগে কুমিলা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এবারের প্রতিপাদ্য ছিল "নিরাপদ ক্যাম্পাসে নির্ভয়ে পথচলা"।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়েট গোলচত্বর র‍্যালির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।

এর আগে গতকাল (৯ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের নাইমুর রহমান, সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের সোহানুল ইসলাম মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি নাইমুর রহমান বলেন, ‘আমরা দেখেছি বিগত সরকারের আমলে প্রভাবশালী ছাত্রসংগঠন গুলোর দ্বারা সাধারণ শিক্ষার্থীরা র‍্যাগিং এর নামে মানুষিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এসবের সুষ্ঠু বিচার তারা পায়নি। আমরা এখন থেকে চেষ্টা করবো যারা বিচার পায়নি তাদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিচারের ব্যবস্থা করে দেয়ার এবং কেউ যেনো ক্যাম্পাসে পরবর্তীতে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেই ভাবে কাজ করার।’

সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে অনেক মানবাধিকার সংঘঠন হয়েছে যারা আপামর জনসাধারণকে নিয়ে কাজ করে কিন্তু বাংলাদেশে নির্যাতন নিপীড়নের হার এতই বেশি যে পার্টিকুলার কোন মানবাধিকার সংগঠন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা নিরাপদ ক্যাম্পাস গড়তে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন 'সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক' এর কার্যক্রম পরিচালনা করবো।’

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

Header Ad
Header Ad

কুবির দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দিলো শিক্ষার্থীরা

ছাত্রলীগ কর্মী রাকেশ দাস ও এসকে মাসুম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাকেশ দাস এবং অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এসকে মাসুমকে পুলিশের কাছে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশকে এবং বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে মাসুমকে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, সাধারণ ছাত্রদের নির্যাতনের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারেরর দোসর হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার অবস্থান নিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাকেশ দাসকে পুলিশে সপোর্দ করেছি। এছাড়াও যারা যারা ছাত্রলীগের দোসর হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। অতি দ্রুত আমরা তাদের মামলার প্রেক্ষিতে পুলিশে সপোর্দ করবো। এমনকি শিক্ষক, কর্মচারী যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার। তাদেরকেও আমরা মামলার প্রেক্ষিতে পুলিশের কাছে সপোর্দ করবো।'

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আরিফ বলেন, 'শিক্ষার্থীরা মামলার আসামী হিসেবে আমাদের কাছে দিয়েছে দুইজনকে। আমরা ডিবি অফিসে হস্তান্তর করব, তারা সম্ভবত এরেস্ট হিসেবে গ্রহণ করবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার মূখ্য সংগঠক আরাফ ভুঁইয়া বলেন, 'গত ১৫ জুলাই ও ২৯ জুলাই শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে সে ঘটনার মামলা এটি। আরও বিস্তারিত বললে, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী বিগত দিনে শিক্ষার্থীদের ওপর যে ধরনের নির্যাতন ও অত্যাচার করেছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এরা। এছাড়াও যারা আছে এখনো তাদের বিরুদ্ধেও এই ব্যবস্থা চলমান থাকবে।"

এ ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, 'আমরা তাদের পূর্বের একটি মামলার আসামী হিসেবে গ্রেফতার করেছি। তাদের শীঘ্রই আদালতে প্রেরণ করে দেওয়া হবে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, 'রাকেশ দাসের বিষয়টা তার বিভাগের চেয়ারম্যান আমাকে জানিয়েছে। আমি পুলিশকে ফোন করার পর, পুলিশ বলেছে, সে নিয়মিত মামলার আসামী, আমরা তাকে ক্যাম্পাসের বাইরে থেকে ধরে নিয়ে এসেছি। আর মাসুমের বিষয়টা আমরা এখনো অবগত নই।'

Header Ad
Header Ad

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমে শুরুতেই দুই উইকেট

তৃতীয় ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাটিং করে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তাই অনুমেয় ছিল, টস জিতে বোলিং নেবেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মেহেদী হাসান মিরাজকে সেই সুযোগ দিলেন না শাই হোপ। সেন্ট কিটসের ব্যাটিং স্বর্গে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন উইন্ডিজ অধিনায়ক।

গত ১০ বছরের মধ্যে প্রথমবারে মতো ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে তিন বিভাগেই নিজেদের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ মিরাজদের সামনে। যদিও শুরুটা ভালো হয়নি।রানের খাতা না খুলেই ফিরেছেন লিটন দাস ও তানজিদ তামিম।

একাদশে তিন পরিবর্তন

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে তিন পরিবর্তন। তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজীম সাকিব বিশ্রামে। তাদের পরিবর্তে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ একাদশে এসেছেন।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরপর দুই ম্যাচে 'টেলস' ডাকলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মুদ্রায় উঠল 'হেডস।' পরপর দুই ম্যাচ টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিদ্ধান্ত একই রাখলেন শেই হোপ। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। আগের দুই ম্যাচের ব্যবহৃত উইকেটে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো করার আশা মিরাজের।

Header Ad
Header Ad

সৌদিকে আয়োজক বানাতে নিয়ম বদলালো ফিফা

ফিফার কংগ্রেস ।। ছবিঃ সংগৃহীত

সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করবে, এই খবর জানাজানি হওয়ার পর বেঁকে বসে অনেকেই। বিশেষ করে মানবাধিকার ইস্যুতে বিভিন্ন মানবাধিকার সংগঠন সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ছিল। তবে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বুধবার (১১ ডিসেম্বর) ফিফার কংগ্রেসে একই সঙ্গে ঘোষণা করা হয় ২০৩০ ও২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। ২০৩০ সালে বিশ্বকাপ পা দেবে শত বছরে। তাই শতবর্ষী আসরে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে কয়েকটি ম্যাচ। এটি মূলত দেশগুলোর প্রতি ফিফার নিবেদন।

২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণায় বাকি ছিল আনুষ্ঠানিকতা। আগের নিয়ম অনুযায়ী, ফিফার তালিকাভুক্ত ২১১টি দেশের ভোটাভুটিতে নির্ধারিত হতো আয়োজক দেশ। এবার নিয়ম বদলেছে ফিফা। সেখানে দুই আসরের আয়োজকদের নাম একসঙ্গে উত্থাপন করা হয়। সদস্যদের কেবল হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ ছিল। না ভোট হলে দুই আসরের আয়োজকই বাতিল হতো। সেক্ষেত্রে তাদের সামনে কেবল হ্যাঁ বলার পথই খোলা ছিল।

ফিফার পক্ষ থেকে যখন নামগুলো বলা হয়, তখন অনলাইনে উপস্থিত সদস্য দেশগুলো সম্মতি জানিয়ে করতালি দেয়। বিতর্ক এড়াতে আয়োজনের আগেই নতুন নিয়ম জানিয়ে দেয় ফিফা। তাদের ভাষ্যমতে, সবগুলো কনফেডারেশনের সঙ্গে আলোচনা করে এবং সবার সম্মতিতে বদল আনা হয় নিয়মে। ফলে, সহজ হয়ে যায় সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুবির দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দিলো শিক্ষার্থীরা
তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমে শুরুতেই দুই উইকেট
সৌদিকে আয়োজক বানাতে নিয়ম বদলালো ফিফা
১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ
সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা
নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রবাসী
যশোরের শার্শায় অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা সরকারি জমি উদ্ধার
তবে কি খুলছে ডাকসুর বন্ধু দুয়ার?
‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান
ডোপ টেস্টের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু
মামলা নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
পুলিশে বড় রদবদল, জানা গেল নাম
গুম-খুন-নির্যাতনে ‘আয়নাঘর’ ছিল জানালেন র‍্যাবের ডিজি
মেয়ের বাবা হলেন ছাত্র-আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি
বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
পুলিশ ক্লিয়ারেন্স ফি তিন গুণ বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিল্টনের জামিন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন