'নিরাপদ ক্যাম্পাসে নির্ভয়ে পথচলা' প্রতিপাদ্যে কুবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
ছবি : ঢাকাপ্রকাশ
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন 'সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক' এর উদ্যোগে কুমিলা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এবারের প্রতিপাদ্য ছিল "নিরাপদ ক্যাম্পাসে নির্ভয়ে পথচলা"।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়েট গোলচত্বর র্যালির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
এর আগে গতকাল (৯ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের নাইমুর রহমান, সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের সোহানুল ইসলাম মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি নাইমুর রহমান বলেন, ‘আমরা দেখেছি বিগত সরকারের আমলে প্রভাবশালী ছাত্রসংগঠন গুলোর দ্বারা সাধারণ শিক্ষার্থীরা র্যাগিং এর নামে মানুষিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এসবের সুষ্ঠু বিচার তারা পায়নি। আমরা এখন থেকে চেষ্টা করবো যারা বিচার পায়নি তাদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিচারের ব্যবস্থা করে দেয়ার এবং কেউ যেনো ক্যাম্পাসে পরবর্তীতে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেই ভাবে কাজ করার।’
সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে অনেক মানবাধিকার সংঘঠন হয়েছে যারা আপামর জনসাধারণকে নিয়ে কাজ করে কিন্তু বাংলাদেশে নির্যাতন নিপীড়নের হার এতই বেশি যে পার্টিকুলার কোন মানবাধিকার সংগঠন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। সেই বিষয়টি লক্ষ্য রেখে আমরা নিরাপদ ক্যাম্পাস গড়তে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন 'সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক' এর কার্যক্রম পরিচালনা করবো।’
উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।