সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পদত্যাগে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ছবি : ঢাকাপ্রকাশ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে গোলচত্ত্বর এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা 'আসাদ থেকে হাসিনা কোন স্বৈরাচার টিকেনা' 'নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 'কাবুল থেকে দামেস্ক, ঢাকা থেকে দিল্লি সারা বিশ্বের মুসলিম এক হও এক হও' হাসিনা গেছে যেই পথে বাশার গেছে সেই পথে' বলে স্লোগান দেয়'।
এসময় ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ' সিরিয়ার স্বৈরাচার পতনে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করি। আমাদের সামনে আরো অনেক বিজয় আছে, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সবসময় আন্দোলন সংগ্রাম করে যাবো আশাকরি খুব দ্রুত পৃথিবীর সকল স্বৈরাচারের পতন হবে। আমরা সবসময় অত্যাচারীত নিপীড়িত মানুষের পক্ষে আছি। '
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয় ১৯৭১ সালে। ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তাঁর মৃত্যুর পর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তাঁর ছেলে বাশার আল-আসাদ। টানা দুই যুগ (২৪ বছর) ধরে প্রেসিডেন্ট পদে ছিলেন। বাশারের পদত্যাগের মধ্যে দিয়ে শেষ হয় আাসাদ পরিবারের শাসন।