দেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের উদ্যোগে দেশে প্রথমবারের মত আয়োজন হতে যাচ্ছে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)। যার লক্ষ্য মোবাইল ফোনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের গল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া।
আগামী (১৬-১৭) ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীদের বানানো ১০৬ টি চলচ্চিত্র জমা পড়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ মুঠোফোনের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর গল্পকে তুলে ধরেছেন ৪ টি ভিন্ন ধাপে-স্বাধীন, সাংবাদিকতা, এক মিনিট এবং ডিআইইউ বেস্ট স্টোরি টেলিং বিভাগে। এগুলোর মধ্যে থেকে প্রাথমিক ভাবে ৭৩ টি চলচ্চিত্র নির্বাচিত হয়ে চুড়ান্ত বাছাইয়ের জন্য বিচারক কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার সাথে সুযোগ রয়েছে মোবাইল সাংবাদিকতায় (মোজো) স্বনামধন্য ব্যক্তিবর্গের সাথে অভিজ্ঞতা বিনিময়।
উৎসবে প্রধান বিচারক হিসেবে থাকছেন আয়াজ খান, যিনি পাকিস্তানে মোবাইল জার্নালিজম (মোজো) প্রসারে অগ্রনী ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালেও বিচারক হিসেবে কাজ করছেন। এই আয়োজনে বিচারক হিসেবে আরো থাকছেন মাল্টিমিডিয়া আর্টিস্ট প্রফেসর ডাঃ মার্তা মিয়াস্কোওসা, যিনি প্রযুক্তি লডজ বিশ্ববিদ্যালয়ের ডিজাইন অনুষদে গবেষণা এবং শিক্ষণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও আছেন লিথুয়ানিয়ার আর্টিসোকাই ফিল্ম প্রোডাকশন এর নুরুজ্জামান খান, যিনি একাধারে শিল্পী, লেখক, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতা এবং ডি-ডাব্লিউ একাডেমি এশিয়া ও ইউরোপ ডয়েচে ভেলের প্রজেক্ট ম্যানেজার এবং প্রশিক্ষক ফাহমিম ফেরদৌস।
লেখক,
মোছা.রাবিতা খন্দকার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বিভাগ : সাংবাদিকতা মিডিয়া এবং যোগাযোগ