বাতিল হচ্ছে না ঢাবির 'ঘ' ইউনিট
ছবি: সংগৃহীত
অনেক নাটকীয়তার পর এবারও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। যদিও গত ৭ তারিখে 'ঘ' ইউনিট বাতিলের পক্ষে ছিল ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিশেষ কমিটি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে এ সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এর বিরোধিতা শুরু করে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান জানান, গতকাল ডিনস সাব কমিটির মিটিং ছিল। সেখানে আমি ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দিয়েছিলাম। আজ কমিটির সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চলতি ২০২১-২২ সেশনে ‘ঘ’ ইউনিট রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে নীতিমালা তৈরি করে আগামী বছর থেকে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদকে একই ইউনিটের অধীনে ভর্তি তার্যক্রম চালানোর বিষয়ের ভাবনা-চিন্তা চলছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ক, খ, গ ও চ এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ ঘ ইউনিট থাকছে না।