আইএবি স্বীকৃতি পেল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ
আইএবি স্বীকৃতি পেল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ। ছবি: সংগৃহীত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দুইটি স্থাপত্য শিক্ষাক্রমকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) কর্তৃক স্বীকৃতি প্রদান করা হয়েছে। সম্প্রতি (২৯ নভেম্বর) এই দুই বিশ্ববিদ্যালয়কে দুই বছরে জন্য (শর্তসাপেক্ষে) এই স্বীকৃতি প্রদান করেছে আইএবি।
প্রতিষ্ঠানটির ২৫তম নির্বাহী পরিষদ এই সিদ্ধান্ত জানিয়েছে। আইএবি জানায়, অতি শীঘ্রই উল্লেখিত দুইটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ, তাদের উপর আরোপিত শর্তগুলোর আশু সমাধান করে আইএবি-কে অবগত করবেন।
সেই সঙ্গে উল্লেখিত দুইটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ আইএবি-এর সকল নিয়ম নীতি মেনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তাদের স্বীকৃতি সময়কালকে বর্ধিত করতে সচেষ্ট হবেন বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ খায়রুল এনাম ঢাকাপ্রকাশকে জানান, আমরা আনন্দিত যে স্থাপত্য বিভাগ আইএবি স্বীকৃতি পেয়েছে। তাদের পক্ষ থেকে কিছু শর্ত প্রদান করা হয়েছে। সেসব শর্ত মেনে চললে এই স্বীকৃতির মেয়াদ আবারও বর্ধিত করা যাবে বলেও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর পক্ষ হতে জানানো হয়েছে। আশা করছি আমরা সকল শর্ত মেনে সুষ্ঠুভাবে আমাদের সব কার্যক্রম পরিচালনা করে এই মেয়াদ পুনরায় বর্ধিত করতে সক্ষম হবো।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগের একটি বিবৃতিতে বলা হয়, আমরা আনন্দিত যে স্থাপত্য বিভাগ, ডিআইইউ আজ আইএবি স্বীকৃতি পেয়েছে। এখন থেকে আমরা নিজেদেরকে স্বীকৃত বলতে পারি। আইএবি (25th EC) কে তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য ধন্যবাদ। ডিআইইউ-এর সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ যারা এই মাইলফলক অর্জনে অবদান রেখেছেন।