নির্ধারিত তারিখে হচ্ছে না শাবিপ্রবির ভর্তি পরীক্ষা
উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনিবার্য কারণ দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আগামী ২৫ ও ২৬ জানুয়ারি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের পেছানো হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ্ আল-হোসাইনী এ তথ্য নিশ্চিত করেছেন।
চৌধুরী আব্দুল্লাহ্ আল-হোসাইনী বলেন, আগামী ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ২০২০-২১ এর ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ভর্তির পরবর্তী নির্দেশনা ও তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ৩য় সাক্ষাৎকারে এ-১ ইউনিটে মেধাক্রম অনুযায়ী ১৯৫৬- ২৯৫৫ পর্যন্ত, এ-২ ইউনিটে মেধাক্রম ৩৫, বি ইউনিটের বিজ্ঞান বিভাগে ৫২১-৮২০, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬৪-২০৩ এবং মানবিক বিভাগে ৭০০-৯৭৪ পর্যন্ত শিক্ষার্থীকে ৩য় সাক্ষাৎকারে ভর্তির জন্য ডাকা হয়েছিল।
এসইউ/এএন