শাবিতে এবার প্রদীপজ্বলন-'নির্যাতনের চিত্র' প্রদর্শন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তাপ বেড়েই চলেছে। টানা চতুর্থ দিনের অনশন আর কাফনে মোড়ানো লাশ নিয়ে 'মৌনমিছিল'র পর এবার প্রদীপজ্বলন কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে দাঁড়িয়ে প্রদীপজ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় চলমান আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র পরিবেশন করেন তারা।
তথ্যচিত্র পরিবেশনের পূর্বে শিক্ষার্থীরা বলেন, 'শুরু থেকে আমাদের উপর মিথ্যাচার করা হচ্ছে। কতটুকু মিথ্যাচার করা হচ্ছে তার প্রামাণ হিসেবে গণমাধ্যমের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি তথ্যচিত্র প্রদর্শনী করবো। তাতেই বুঝা যাবে আমরা কতটা নির্যাতিত হয়েছি।'
৩ মিনিটের এ তথ্যচিত্রে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের চিত্র প্রদর্শন হয়। পরে মৌনভাবে অনশনস্থলে গিয়ে শেষ হয় তাদের এ কর্মসূচি।
এর আগে সন্ধ্যা সড়ে ৭টায় গণ-অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী তিনজন শিক্ষার্থী নাম লিখিয়ে অনশন শুরু করেন।
এদিকে বিকাল ৩টায় কাফনের কাপড় পরে একটি প্রতীকী লাশ নিয়ে মৌনমিছিল করেন শিক্ষার্থীরা।
দীর্ঘ সময়ে অনশনে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন ২৪ শিক্ষার্থী। এর মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী ঢাকায় এসে আলোচনা করতে শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরাও সম্মত হন। তার কিছু সময় পর পরিবর্তন হয় সিদ্ধান্ত। শিক্ষার্থীরা ঢাকায় এসে কথা বলতে অসম্মতি জানান এবং অনলাইন মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন।
তবে শিক্ষার্থীরা ঢাকায় না এলেও সৃষ্ট সমস্যার ব্যাপারে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় যান। তাদের সঙ্গে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শিক্ষামন্ত্রীর আলোচনা হয়।
এসইউ/এএন