অতি গরিব ছেলেমেয়েদের ৭০ ভাগ ফ্রিতে পড়ায় প্রাইম এশিয়া
সৈয়দ হাসনাত
সম্প্রতি ঢাকার প্রাইম এশিয়া ইউনির্ভাসিটিতে কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. ইফফাত জাহান নিয়োগ লাভ করেছেন।
বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. মো. নুরুন্নবী মোল্লার সঙ্গে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)’র চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সঙ্গে তিনি এরপর সাক্ষাৎ করেন।
এই সময় তারা ইউজিসি চেয়ারম্যানকে জানিয়েছেন, ‘প্রাইম এশিয়া ইউনির্ভাসিটি মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের শতভাগ বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেয়।’
‘বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হরিজন, বেদে, প্রান্তিক, চা শ্রমিক, রিকশা চালক, হকার, গৃহকর্মী ছাড়াও অত্যন্ত গরিব যেকোনো পরিবারের ছেলেমেয়েদের ৭০ ভাগ পর্যন্ত ছাড় টিউশন ফি’তে প্রদান করছে’-জানিয়েছেন তারা।
বলেছেন, ‘তাতে বিশ্ববিদ্যালয় হিসেবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে প্রাইম এশিয়া ইউনিভাসিটি।’
ঢাকার আগারগাঁওয়ের ইউজিসি ভবনে তাদের আলোচনানুষ্ঠানটি হয়। চেয়ারম্যান আচার্য তাকে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানান।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য অ্যাডভোকেট মো. আবদুল হামিদ প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. ইফফাত জাহানকে নিয়োগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস, প্রাতিষ্ঠানিক অবকাঠামো, বিভিন্ন বিভাগ, নানা বিষয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রী, শিক্ষার পরিবেশ, মানের উন্নয়ন ও উৎকর্ষ সাধন ইত্যাদি নানা বিষয় ওই আলোচনায় ছিল।
এরপর অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা এবং অধ্যাপক ড. ইফফাত জাহানও ইউজিসি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির উন্নয়নে ইউজিসিকে পাশে পাওয়ার কথা বলেছেন।
ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়টির অনন্য কার্যক্রম যেমন আউট কাম বেইজড এডুকেশন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রচলন ও প্রদানের উদ্যোগের প্রশংসা করেছেন।
ওএস/২২-১-২০২২।