শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষকদের বৈঠক শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শাবিপ্রবি’র শিক্ষক প্রতিনিধিদের বৈঠক শুরু হয়েছে। বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দিয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবন হেয়ার রোডের ২০ ধলেশ্বরীতে এই বৈঠক শুরু হয়েছে।
শাবিপ্রবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি মধ্য রাতে শাবিপ্রবি’র আজিজুন্নেছা ছাত্রী হলের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করে। ওই মিটিং এ তারা হল প্রভোস্টকে উপস্থিত হয়ে তাদের সমস্যা শোনার জন্য আহ্বান জানায় কিন্তু প্রভোস্ট রাতের বেলা হলের বাহিরে আসতে পারবেন না জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই বিশ্বিবিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে।
এখান থেকে আন্দোলনের সূত্রপাত হলে পরদিন আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এরপর আন্দোলন আরও কঠোর হতে থাকে। শিক্ষার্থীরা হল প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির পাশাপাশি উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে গেলে শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের সঙ্গে ফোনে আলোচনা করে তাদেরকে বৈঠকে বসার আমন্ত্রণ জানান।
প্রথমে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতেই ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি।
অপরদিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় এসেছেন। যারা কিছুক্ষণ পর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।
এসএম/এএস