কেন্দ্রীয় শহীদ মিনারে এস এ মালেক স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এ মালেকের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ডা. এম এ মালেকের স্মৃতি আলোকচিত্রী প্রদর্শনী’ শুরু হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধু পরিষদের ১৫ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি নিয়ে ‘ডা. এস এ মালেকের স্মৃতি আলোকচিত্রী প্রদর্শনীটি চলবে সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এদিকে এস এ মালেকের কর্মময় জীবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমেন বলেন, ডা. এস. এ মালেক বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ এমন এক আলোকিত মানুষ ছিলেন যার শুন্যতা পূরণ হবার নয়। তাই তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে বঙ্গবন্ধুর নির্ভীক সৈনিক ড. ওয়াদুদের অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু তার চিন্তা ও কর্মে যে অসাম্প্রদায়িক চেতনা, নীতি-আদর্শ, মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার অনুশীলন করেছেন তার সেবক হিসাবে ড. মালেক নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, ফিকামলি তত্ত্বের জনক বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো মশিউর রহমান, প্রয়াত এস এ মালেকের ছেলে ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এমএমএ/
