চবিতে প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপিত

'গৌরবের পঞ্চাশে, মিলি প্রাণের উচ্ছ্বাসে' এই প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন খেলার মাঠে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত হয়।
দীর্ঘদিন পর নিজ ক্যাম্পাসে পুরাতন বন্ধুদের কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে প্রাক্তন শিক্ষার্থীরা। সবাই একই রঙের পোশাক পরে ছবি, নাচ-গানে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মাতেন।
সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনে থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে যৌথভাবে একটি র্যালি বের হয়ে চাকসু চত্বর ঘুরে আবার জীববিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, জ্যেষ্ঠ সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হেলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সচিব ড. অপরুপ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদ হোসেন। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মারক বক্তব্য দেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আশীষ কুমার পানিগ্রাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদ হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
স্মারক বক্তব্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আশীষ কুমার পানিগ্রাহী বলেন, এই যে করোনা আসল, তাকে ঠেকাতে গিয়ে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। নতুন নতুন রোগ আসছে, ডাক্তাররা রোগ শনাক্ত করতে পারছেন না। আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রাণিকুল রক্ষা করতে হবে। এর জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, বিগত পঞ্চাশ বছরে এই বিভাগ থেকে প্রায় ২ হাজার শিক্ষার্থী পাস করে বেরিয়েছি। তারা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাক্তন-বর্তমানরা উপস্থিত হয়ে সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানকে আলোকিত করেছে। প্রাণিবিদ্যা বিভাগটি এতদূর আসার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে ৫ জন শিক্ষার্থী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের যাত্রা শুরু হয়। বিভাগটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী।
এসজি
