মৌলিক-গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশে শীর্ষে ঢাবি

আন্তর্জাতিক জার্নালে মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ নামে একটি অনলাইন ম্যাগাজিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২২ সালে বাংলাদেশ থেকে গবেষণা নিবন্ধসহ ১২ হাজার ৮৪৩টি বৈজ্ঞানিক ডকুমেন্টস স্কোপাস ইনডেক্স প্রকাশিত হয়েছে। যা গেল বছরের তুলনায় প্রায় ২ হাজারের বেশি নিবন্ধ এ বছর প্রকাশ হয়েছে; যার সংখ্যা ছিল ১১ হাজার ৪৭৭টি।
প্রকাশের ক্ষেত্রে সম্মিলিতভাবে দেশের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান দখল করেছে। যেখানে সবমিলিয়ে ১২৯৩টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৮৯৯)। এ ছাড়া তালিকায় থাকা তৃতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৭৭৭), চতুর্থ স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৫৫), পঞ্চম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৫৮২), ষষ্ঠ স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৫৭০), সপ্তম স্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৫৩৫)।
দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান হিসেবে অষ্টম স্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), নবম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৪৮৯) এবং দশম স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৪৬৩)।
এ ছাড়াও এ বছর ম্যাগাজিনটি স্কোপাস ইনডেক্সে থাকা দেশের শীর্ষ ১৫ রিসার্চার, শীর্ষ ১০ জার্নাল এবং প্রসিডিংস, গবেষণায় শীর্ষে থাকা কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজেরও পৃথক তালিকা করেছে।
উল্লেখ্য, পৃথিবীর বিজ্ঞানভিত্তিক ও স্বনামধন্য আন্তর্জাতিক নির্ভরযোগ্য জার্নাল, বই ও গবেষণামূলক প্রবন্ধের তথ্য নিয়ে কাজ করে বিশ্বমানের গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস ইনডেক্স’। বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ থাকলেও প্রকাশিত অধিকাংশ গবেষণা প্রবন্ধই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট। ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে ‘সায়েন্টিফিক বাংলাদেশ’ ম্যাগাজিনটি।
এসএন
