‘ফিরে চল মাটির টানে’ অনুষ্ঠানের বাছাই পর্ব এবার ইউআইইউতে

বিশিষ্ট উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রামীণ কৃষি জীবন কাছ থেকে দেখার ও অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুষ্ঠিত হয় ‘ফিরে চল মাটির টানে’।
এবারের পর্বে অংশ নেওয়ার জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)’র শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে এবং শাইখ সিরাজের পরিচালনায় বাছাই পর্বটি ইউআইইউ’র অডিটোরিয়ামে আগামীকাল সোমবার (৯ জানুয়ারি ২০২৩) সকাল ৯:৩০টায় অনুষ্ঠিত হবে।
ইউআইইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইউআইইউ’র আগ্রহী শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এমএমএ/
