তারেক-জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদ জবিতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় শাখা ছাত্রদল তাঁতীবাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মূল সড়ক ধরে মিছিলটি দুপুর ১টা ৩০ মিনিটে নয়াবাজারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন,
‘এই রায় দিয়েছেন শেখ হাসিনা, এই রায় আমরা মানি না। তারেক রহমানের সম্পদ হলো এ দেশের সাধারণ জনগণ ও মেহনতী-মুক্তিকামী মানুষ। জনগণই এই অবৈধ সরকারের সকল অপচেষ্টা রুখে দেবে।’
সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তিতে আপনাদের নজর কেন? অবৈধভাবে সম্পদ অর্জনের ধারায় অবৈধ সরকারের এটি আরেকটি পদক্ষেপ। এই দেশের জনগণ এটা মেনে নেবে না।’
সুজন মোল্লা আরও বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ মাফিয়া সরকারের যেকোনো ষড়যন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজপথে রুখে দেবে।’
এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবীর মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিনসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে আদালতের এ আদেশ প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।
জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া এ ফরমায়েশি আদেশ প্রত্যাখান করেছে। এ ছাড়া, এ আদেশের প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল।
এতে আরও বলা হয়, বর্তমান স্বৈরশাসকের জবরদখলের চিন্তাধারা থেকেই কোটি মানুষের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ক্ষমাতাসীন স্বৈরশাসক নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী দেশের আইন-আদালতকে নিলজ্জভাবে ব্যবহার করছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সারা দেশের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটকে এ কর্মসূচি পালনের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে এ আদেশ প্রত্যাখ্যান করে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করেছে ছাত্রদল। মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা জানান, তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে এ অবৈধ রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যাখ্যান করেছে।
দুর্নীতি দমন কমিশনের মামলায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। এ ছাড়া ক্যান্টনমেন্ট থানার ওসিকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে গত বছরের ১ নভেম্বর তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করে একই আদালত তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ ছাড়া গত বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবায়দাকে ‘পলাতক’ ঘোষণা করেন এবং দুর্নীতির মামলাকে চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দেন।
এমএমএ/
