ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের ধাওয়ার অভিযোগ!

দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ধাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। তবে ধাওয়া দেওয়ার বিষয়টির অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
শনিবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু হয়ে বকশীবাজার মোড়ে শেষ হওয়ার পূর্ব মধ্যে এ ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হওয়ার পর বকশীবাজার মোড়ে ছাত্রলীগ ধাওয়া দেয়। ধাওয়ায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে কেউ আহত হননি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, ক্যাম্পাসে আসা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। এ নিয়ে বকশীবাজার মোড়ে তারা নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারা যাতে মারামারিতে না জড়ায়, সে জন্য একপ্রকার ধমক দেন ওই এলাকায় থাকা আমাদের জগন্নাথ হল শাখার কিছু কর্মী। ধমকে ভয় পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা চলে যান।
পরে জগন্নাথ হল ছাত্রলীগের নেতা-কর্মীদের জামাত-শিবির-ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঘুরে বেশ ক্যাম্পাসে ছাত্রদল আসাকে কেন্দ্র করে কয়েক জনের পোস্টে দেখা যায়। যেখানে লেখা ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য এবং যেকোন অপশক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। সাবধান - হুশিয়ার!’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন পাওয়ার পর তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান।
সেই সঙ্গে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এমএমএ/
