রাবিতে বছরের যত আলোচিত ঘটনা
সময় তার নিজ নিজ গতিতে চলে। নদীর স্রোত যেমন ধরে রাখা যায় না তেমনি সময়কেও ধরে রাখা যায় না। রাত ও দিনের পালাবদলে চলে যায় সময়। আর এই সময়ের হিসাবে বিদায় নেয় বছরের পর বছর। নানা ঘটনা, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানাপোড়েনের পুরোনো বছরকে বিদায় দিতেই নতুন বছরের আগমন ঘটে। নানা ঘটনা, আলোচনা-সমালোচনায় পার হচ্ছে আরেকটি বছর।
একইসঙ্গে দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) রয়েছে নানা আলোচিত ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ঘটনা নিয়ে দুই পর্বে সাজানো হয়েছে সালতামামি-২০২২।
আবারও করোনার হানা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বছরের শুরুতেই সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। করোনা সংক্রমণরোধে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত মোতাবেক সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল রাখার ঘোষণা দেয় রাবি প্রশাসন। সরকারি নির্দেশ মোতাবেক ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে আবারও ক্লাস শুরু হয়।
ক্যাম্পাসেই ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু
২ ফেব্রুয়ারি একাডেমিক ভবন নির্মাণ কাজে ব্যবহৃত পাথরবোঝাই ট্রাকের চাপায় মারা যান চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল। এ ঘটনায় আহত হন আরও এক শিক্ষার্থী। ঘটনার শিক্ষার্থীরা ৬টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে মামলা, হিমেলের দাফন থেকে শুরু করে তার মায়ের আজীবন ভরণপোষণ, চিকিৎসার খরচ বহন করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হিমেলের নামে নির্মানাধীন বিজ্ঞান ভবনের নামকরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময়ে হিমেলের মায়ের খোঁজখবর রাখা থেকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।
ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা
হিমেলের মৃত্যুর ঘটনার পর শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে খোলা মাঠে উন্মুক্ত আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা। 'সাবাস বাংলাদেশ' মাঠে চলে ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা। এই দৃশ্যটি সারা দেশব্যাপী আলোচিত হয়েছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীকে মারধর
২৯ মে রাবিতে গণমাধ্যমকর্মীকে মারধরের ঘটনায় মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাজলকে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ঘটনা তদন্তে হলের আবাসিক শিক্ষকদের নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
প্রেমবঞ্চিত সংঘের মিছিল
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রেমবঞ্চিত সংঘ। মিছিলের মাধ্যমে তারা প্রেমের সুষম বণ্টনের দাবি জানায়। এসময় তারা স্লোগান দেয়- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।
শিক্ষার্থীকে তিন ঘণ্টা আটক রেখে নির্যাতন
১৯ আগস্ট রাবির মতিহার হলের একটি কক্ষে এক আবাসিক শিক্ষার্থীকে তিন ঘণ্টা আটক রেখে নির্যাতন চালানোর পর ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে।
ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
৯ মার্চ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় এম আর ছাত্রাবাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফি। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন
তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেয়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা ও জীবনবিমার আওতায় আনা হয়। বাৎসরিক ২৫০ টাকা পরিশোধের মাধ্যমে মৃত্যুজনিত দাবি বাবদ ২ লাখ ও চিকিৎসাক্ষেত্রে ৮০ হাজার টাকা পাবেন শিক্ষার্থীরা।
সাইকেল চুরির হিড়িক
বছরের শেষে দিকে ক্যাম্পাসে সাইকেল চুরির ঘটনা ব্যাপকভাবে বেড়ে যায়। পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন চোর ধরতে ব্যর্থ হয়। পরবর্তী সিসি ক্যামেরায় ধারণকৃত চোরের ছবি দিয়ে মোড়ে মোড়ে ফেস্টুন লাগানো হয়। সেখানে লিখে দেওয়া হয়- ‘চিহ্নিত সাইকেল চোর এদের ধরিয়ে দিন।’
হল থেকে সাইকেল চুরি
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে সাইকেল চুরির অভিযোগ উঠে একই হলের এক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে। অভিযুক্ত মারুফ বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে অভিযুক্ত ছাত্রলীগ নেতার হলের সিট বাতিল করে প্রাধ্যক্ষ অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ।
শীতকাল ঘিরে যত আয়োজন
শীত ঋতুকে বরণ করতে আয়োজনে কোনো কমতি ছিল না। কুয়াশা উৎসব, শীত আগমনী উৎসব করে শীতকে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সবচেয়ে আকর্ষণীয় ছিল রাবির চারুকলার শীত আগমনী উৎসব।
এই উৎসবে কৃত্রিমভাবে তৈরি পদ্মপুকুর, অতিথি পাখি এবং সূর্যমুখী ফুল বাগানের মাধ্যমে গ্রাম বাংলার শীতকালের আবহ ফুটিয়ে তোলা হয়। শীতে অতিথি পাখির আগমন ঘটে রাবির দ্বিতীয় ক্যাম্পাসখ্যাত নারিকেলবাড়িয়ায়।
সহকারী জজ পরীক্ষায় শিক্ষার্থীদের সফলতা
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৪তম সহকারী জজ পরীক্ষায় শিক্ষার্থীরা বেশ সফলতা অর্জন করেন। মেধা তালিকায় প্রথম ৫ জনের মধ্যে ৪ জনই রাবির। মেধা তালিকায় প্রথম সুমাইয়া নাসরিন শামা, দ্বিতীয় জান্নাতুন নাঈম মিতু, চতুর্থ ইশরাত জাহান আশা এবং পঞ্চম আতিয়া খাতুন রাবির শিক্ষার্থী।
৭০ বছরে রাবি
৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। পদার্পণ করে ৭০ বছরে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা গবেষণার পাশাপাশি দক্ষ গ্রাজুয়েট তৈরিতে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিবছরই স্নাতক, স্নাতকোত্তর পাস করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখছে।
ভর্তি পরীক্ষা, প্রক্সিকাণ্ডে আটক ৩
চলতি বছরের ২৫-২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ৩ জন। আটককৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী এখলাছুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়জিদ খান।
হলের বারান্দা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
১৮ অক্টোবর আবাসিক হলের দুইতলার বারান্দা থেকে পড়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জিএম শাহরিয়ারের মৃত্যু হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের দায়িত্ব অবহেলায় শাহরিয়ার মারা যান এমন অভিযোগ করে হাসপাতালে ভাঙচুর করে রাবি শিক্ষার্থীরা। এ ঘটনায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।
এদিকে রাবি প্রশাসন দায়িত্ব অবহেলা ও শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ এনে রামেক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।
বাবুর খাবারের দোকানে শিক্ষার্থীদের বাকি প্রায় তিন লাখ টাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে বাবুর খাবারের দোকানে শিক্ষার্থীদের কাছে প্রায় তিন লাখ টাকা বাকি। অনেক টাকা বাকি পড়ায় বুধবার ২১ ডিসেম্বর তিনি হোটেলটি বন্ধ করে দেন।
বাবুর অভিযোগ, বাকি খাওয়া শিক্ষার্থীদের অধিকাংশই ছাত্রলীগের নেতা-কর্মী। বাবুর দোকানটিতে প্রায় ছয়টি হলের শিক্ষার্থীরা খাবার খেতেন।
মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে আটক
বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে মাফুজ (১৫) নামে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মন্নুজান হলের সামনে মেয়েদের কাছে ঠিকানা জানতে চেয়ে মোবাইলে পর্ণ ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত করলে তাকে আটক করে শিক্ষার্থীরা।
হল সমাপনী ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের ও সব হলের পতাকা উত্তোলন করা হয়।
যাদের হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
এ বছর সমাজকর্ম বিভাগের অধ্যাপক কে এম রবিউল করিম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবিবুর রহমান আকন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরকার সুজিতকুমার, আইন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও খ্যাতিসম্পন্ন সমুদ্র আইন বিশারদ ড. মো. হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইদরিস আহমেদ, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম আব্দুস সাত্তার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এএসএম নওয়াজ আলী, পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর শিহাব, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এমজিএম শাহরিয়ার, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী আবরার রহমানসহ আরো অনেককে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এসজি