রাবিতে সমন্বিত হল সমাপনীর উদ্বোধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমন্বিত হল সমাপনী উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের ও সব হলের পতাকা উত্তোলন ও আকাশে গ্যাস বেলুন ছাড়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবায়দুর রহমান প্রামানিক, সব হলের প্রাধ্যক্ষগণ, শিক্ষক ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এর আগে সব হলের প্রাধ্যক্ষ ও আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা রং বেরঙের টিশার্ট, লাল, সাদা শাড়ি পড়ে হলের ব্যানার নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, তোমরা আজকে সম্বর্ধিত হচ্ছো। তোমরা পড়ালেখা শেষ করেছো এরপর বৃহত্তর অঙ্গনে যাবে। একটা জিনিস মনে রাখবা আজকের অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের উপর দ্বৈত দায়িত্ব বর্তাবে এক তোমার পরিবারের উপর দায়িত্ব ও বিশ্ববিদ্যালয়ের উপর দায়িত্ব।
আজকের আনন্দঘন অনুষ্ঠানের মাধমে তোমাদের মধ্যে ভাতৃত্য বোধ ও পারষ্পরিক বোঝাপড়া আরো সমুন্নত হোক। বক্তৃতা অনুষ্ঠান শেষে সব হলের শিক্ষার্থী ও হলের প্রাধ্যক্ষগন সহ বর্ণাঢ্য র্যালি করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে শেষ হয়। এছাড়া এদিন বিকেল সাড়ে তিনটায় সাবাস বাংলা মাঠে ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এএজেড