রাবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ প্যানেলের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী এবং সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. বোরাক আলী নির্বাচিত হয়েছেন। সোমবার(১২ ডিসেম্বর) সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নির্বাচনের প্রাপ্ত ফলাফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়।
এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পশ্চিম লাউঞ্জে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে জানা যায়, মোট ১৫টি পদের বিপরীতে সভাপতিসহ ১৫টি পদেই নির্বাচিত হন হলুদ প্যানেল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধিরা।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি ফার্মেসী বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (রাসেল), কোষাধ্যক্ষ ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ (রানা)।
এ ছাড়াও সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন আইবিএস এর অধ্যাপক জাকির হোসেন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঁঞা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারওয়ার আলী (মুন), চিত্রকলা-প্রাচ্যকলা-ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নাজনীন আকতার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সাবিনা ইয়াছমীন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অমিতাভ সাহা, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. রাশেদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান।
শিক্ষকদের পক্ষ থেকে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক এম. আলীম বলেন, ‘এ বিজয় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শিক্ষকের বিজয়। বিজয় দিবসের পূর্বে আরও এক বিজয়।’
এসআইএইচ
