ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) 'নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ' সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
এতে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সহ-সভাপতি বনি আমিন, মোদাচ্ছির খালেক ধ্রুব, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আলামীন জোয়াদ্দার, বিপুল খান, শাহজালাল সোহাগসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিএনপি দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ যদি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চান। তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সকল সময়ে শিক্ষার্থীবান্ধব।
এএজেড
