'রোড টু গভর্নমেন্ট জব' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে রোড টু গভর্নমেন্ট জব শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সৌমিত্র শেখর দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এ.বি.এম আনিসুজ্জামান আনিস,নজরুল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড.মোহাম্মদ হুমায়ুন কবির, নজরুল বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.উজ্জ্বল কুমার প্রধান, মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রেজোয়ান আহমেদ শুভ্র।
গাহি সাম্যের গান মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাস্টমস এর ডেপুটি কমিশনার, ৩০তম বিসিএস এ প্রথম স্থান অর্জনকারী সুশান্ত পাল।প্রধান বক্তা তার বক্তব্যে বন্ধু বাছাই, অধ্যবসায়ী, নিয়মানুবর্তিতা, জীবনের যেকোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার ক্ষমতা, বিসিএসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকুরির প্রস্তুতি ব্যাপারে আলোকপাত করেন। এসময় তিনি বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন।
বক্তৃতাকালে সুশান্ত পাল বলেন, 'বিসিএস পরিক্ষা প্রথম ধাপে আপনারা কোনো রেফারেন্স বই পরবেন না, প্রশ্নপত্র অনুশীলন করবেন এবং প্রশ্ন অনুশীলনের সময় প্রশ্ন উত্তর ঠিক হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য গাইড বইয়ের দেওয়া সমাধানে মুখাপেক্ষী না হয়ে নিজে স্টাডি করে, নিজে নিজে বুঝে সলভ করবেন'।
তিনি আরও বলেন, 'না বুঝে পড়ার থেকে কিছু বুঝে পড়া ভালো। বুঝে পড়া মানে কি? কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না সেটা নিয়ে একটা ভালো ধারণা পাওয়া যায়'।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি তাঈব আল জামান বলেন,প্রফেসনাল সার্ভিস উইং এর আন্ডারে রোটারাক্ট ক্লাব অব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সর্বদা সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবনের জন্য দক্ষ করে তোলে এ-রকম অনেক ট্রেনিং সেশন এবং সেমিনার নিয়মিত ভাবেই আয়োজন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী এবং অগণিত বহিরাগত শিক্ষার্থীদের উপস্থিততে আয়োজিত হয়েছে 'রোড টু গভর্নমেন্ট জব' নামক শীর্ষক সেমিনার। বিপুল পরিমাণ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সত্যিই মনোমুগ্ধকর এবং আয়োজকদের বিমোহিত করেছে।
এএজেড