রাবিতে শীতকে বরণ করে নিতে কুয়াশা উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সাংস্কৃতিক সংঘের আয়োজনে কুয়াশা উৎসব-১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচ'টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে আসন্ন শীত ঋতুকে বরণ করে নিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী এবং অনুষ্ঠানের আহ্বায়ক খুরশীদ রাজীব বলেন, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বিমূখ বা শুধু চারুকলা অনুষ্ঠানের দিকে ঝুঁকে পড়েছি বেশি। আমরা চাই এই জায়গা থেকে বেড়িয়ে আসতে। তার জন্য বিভিন্ন বিষয় আছে যা নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারি। সেই জন্য আমরা কুয়াশা উৎসবের আয়োজন করেছি।
যেখানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলা গান, লোকমান, পাহাড়ি গান, ধ্রুপদী নাচ, কবিতা আবৃত্তি ও ধ্রুপদী বিতর্ক পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, কুয়াশা উৎসব-১৪২৯ এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সাংস্কৃতিক সংঙ্ঘের যাত্রা শুরু হয়।
এএজেড
