ঢাবি থেকে ছাত্রলীগের ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাসের স্বার্থে শনিবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলন উপলক্ষে লাগানো সব ধরনের ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ঢাবি শাখা ছাত্রলীগ।
শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নির্দেশনা দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন উপলক্ষে যারা ব্যক্তিগত ব্যানার-ফেস্টুন ব্যবহার করেছেন, তাদেরকে ঢাবির একাডেমিক পরিবেশ সমুন্নত রাখতে, সাংগঠনিক সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাসের স্বার্থে অনতিবিলম্বে সেসব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, সোমবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ৩০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ৩ ডিসেম্বর ঢাবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়।
২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হয়। সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এসজি