স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াডে প্রথম রুয়েটের জান্নাত
রাজশাহীতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২ এ প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাইয়ান জান্নাত। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
দ্বিতীয় স্থানে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. শ্রাবণী আক্তার শিখা।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরতি এ খুদা একাডেমিক ভবনে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াডের এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করে বাংলাদেশ গণিত সমিতি। একই দিনে দেশের আটটি জোনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অলিম্পিয়াডে রাজশাহী বিভাগের যেসব প্রতিষ্ঠানে গণিতে স্নাতক রয়েছে সেইসব প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১০ জনকে নির্বাচিত করা জাতীয় অলিম্পিয়াডের জন্য। প্রথম দুজন ছাড়াও যারা নির্বাচিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসান আবদুর নুর, মো. বোরাত আলী, লোকনাথ সাহা, মাহাজাবিন শারমিন শ্রেয়া, অভিষেক দত্ত, মো. পারভেজ হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র সৌরভ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিভাগের গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক ও গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা আক্তার এবং গণিত ও ফলিত গণিতের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমান সময়টা খুব চ্যালেঞ্জিং। তাই গণিত, টেকনোলজি ও ইংরেজিকে বেশি গুরুত্ব দিতে হবে। মেয়েদের উদ্দেশে তিনি বলেন, মেয়েদের গণিতে তেমন অংশগ্রহণ দেখা যায় না। এজন্য মেয়েদের গণিত বিষয়ে আগ্রহী ও অনুশীলন বাড়াতে হবে।
অলিম্পিয়াডের বিষয় অধ্যাপক ড. নাসিমা আক্তার বলেন, গণিত অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে গণিত নিয়ে ভয় না পায়। তাদের মধ্যে ভীতি না থাকে। তারা যাতে গণিত অনুশীলন মজার মাধ্যমে করতে পারে ও গণিত বিমুখ যাতে না হয়।
এসএন