রাবিতে সমকাল নাট্যচক্রের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমকাল নাট্যচক্রের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাকসু ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। এদিন সমকাল নাট্যমঞ্চের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪১টি প্রদীপ প্রোজ্জ্বলন, বক্তৃতা অনুষ্ঠান, জাতীয় সংগীতের সাথে জাতীয় পাকা ও সমকাল নাট্যচক্রের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। এরপর শহীদ মীর আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তারা। পরিশেষে বর্ণাঢ্য র্যালি ও বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাকসু ভবনের সামনে ফিরে আসে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন জেবা। সমকাল নাট্যচক্রের বর্তমান সভাপতি সাজু সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন ও আজীবন সদস্য মোস্তাগিসুর রহমান বাবু, শামীম রাব্বানী নিরো, আমিনুর রহমান বাচ্চু এবং আহমেদ আজিজ আহসান মানিক।
অনুষ্ঠানে মোস্তাগিসুর রহমান বাবু বলেন, এই জায়গাটিতে সমকালের আজীবন উপদেষ্টা ও কথা সাহিত্যক হাসান আজিজুল হক স্যার এসেছে। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বিনয়ী হতে শিখিয়েছেন। আমরা তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
তিনি আরও বলেন, আজকে আমাদের আনন্দের দিন। কারণ সমকাল নাট্যচক্র ৪১ বছর ধরে এখনো সচল। আজকে যে বিরুদ্ধ পরিবেশ, চারিদিকে যে অপসংস্কৃতি আগ্রাসন করছে হোক সেটা অনলাইনে বা অন্যান্য মাধ্যমে। তার পাশাপাশি সমকাল নাট্যচক্রের এমন একটি প্রচেষ্টা সহজ সাধ্য নয়। অনেক সময় অনেক বাঁধা বিপত্তি এসেছে। তারপরও কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এজন্য সমকাল নাট্যচক্রের সকলকে ধন্যবাদ।
সাজু সরদার বলেন, আজকে সমকাল নাট্যচক্রের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। সমকাল নাট্যচক্রের দীর্ঘ সময় পেরিয়ে আসার জন্য যাদের অবদান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সমকাল নাট্যচক্রের আজীবন উপদেষ্টা সদস্য হাসান আজিজুল হক স্যারের স্মরণে পাঁচদিন ব্যাপী কথা সাহিত্যক হাসান আজিজুল হক নাট্যৎসব ২০২২, আয়োজন করেছি। তিনি আমাদের নির্দেশনা, অনুপ্রেরণা, ভালোবাসা দিয়েছেন সবসময়।
তিনি একটা কথা বলতেন, সমকাল যেন গতকাল না হয়। শোষকের রূপ বদলাবে, আমরা শোষিতদের পক্ষে কথা বলবো সেই ধরণও পাল্টাতে হবে। উল্লেখ, পাঁচদিন ব্যাপী এই আয়োজনে সমকাল নাটচক্রের নিজস্ব প্রযোজনায় নাটক, হয়তে নয়তো, বেদের মেয়ে, বাগদি ধীরুয়াল ও হাসান আজিজুল হকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্য চলচিত্র গল্পলোকের চিহ্নকর প্রদর্শিত হয়। আজ শুক্রবার বাগদি ধীরুয়াল বিকেল পাঁচটা এবং সন্ধ্যা সাতটা প্রদর্শন করা হবে।
এএজেড