রাবির সমন্বিত হল সমাপনী ২৮ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমন্বিত হল সমাপনী হবে আগামী ২৮ ডিসেম্বর। এজন্য সব হলের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নাম ৩০ নভেম্বরের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সব হল।
ওই দিন বেলা ১১টায় সব হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপউপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর ও সব হলের প্রাধ্যক্ষরা উপস্থিত থাকবেন।
এরপর বিকেল ৪টায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. সুজন সেন।
ড. সুজন সেন বলেন, সমন্বিত হল সমাপনী গত বছরের মতো এবছরও আমরা করছি। এতে আমাদের সময় ও সব হলের শিক্ষার্থীদের নিয়ে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব। হলগুলো এককভাবে হল সমাপনী করলে দেখা যায় সব হলের হল সমাপনী শেষ হতে সময়ও বেশি লাগে, দেরিও হয়। তাই আমরা সব হল মিলে সমাপনীর আয়োজন করেছি।
এসএন
