রাবির সব হলে প্রার্থনা কক্ষের জন্য আবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে প্রার্থনা কক্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন সনাতনী শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় মন্দির আছে এবং ১৭টি হলের মধ্যে মতিহার হলে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রার্থনা কক্ষ রয়েছে। অন্য হলগুলোতে প্রার্থনার জন্য নেই কক্ষের ব্যবস্থা। হলে উপাসনা কক্ষের ব্যবস্থা না থাকায় তাদের উপাসনার জন্য যেতে হয় কেন্দ্রীয় মন্দিরে। সাপ্তাহিক উপাসনায় এবং বিভিন্ন পূজা পার্বণ গুলোতেও একই চিত্র দেখা যায়। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রাত্যহিক, সাপ্তাহিক উপাসনা ও বিভিন্ন পূজা পার্বণ পালনে অসুবিধার সম্মুখীন হয়।
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি তন্ময় কুন্ডু বলেন, প্রত্যেকটি হলেই সকল ধর্মের শিক্ষার্থী থাকে। ধর্মীয় ভাব বা ধর্মীয় আচার-অনুষ্ঠান নিজের ভেতরে বজায় রাখার জন্য একটা মন্দির বা প্রার্থনা কক্ষ দরকার। সেই জন্য প্রতিটি হলে প্রার্থনা কক্ষ আমাদের সনতনী শিক্ষার্থী ও অন্য ধর্মীয় শিক্ষার্থীদের জন্য প্রয়োজন।
এ ব্যাপারে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সুজন সেন জানান, এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। প্রশাসনকে প্রার্থনা কক্ষ বিষয় অবগত করা হবে। সেখান থেকে নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা নিব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, শিক্ষার্থীরা প্রার্থনা কক্ষের জন্য আবেদন করছে। আমরা সেটা প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ককে পাঠিয়েছি। তারা এটা ব্যবস্থা নিবেন। আর কোনও অভিমত থাকলে এবং আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিব।
এসআইএইচ