বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে পুরস্কার পেল ঢাবি
মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফেয়ার প্লে পুরস্কার লাভ করেছে।
বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের হাতে এই পুরস্কার তুলে দেন।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর ৩য় আসরে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণে করে।
যেখানে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের হ্যান্ডবল ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে। এ ছাড়া, অ্যাথলেটিকসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র বিভাগে দ্বিতীয়, ছাত্রী বিভাগে তৃতীয় এবং টেবিল টেনিসে তৃতীয় স্থান লাভ করেছে।
এমএমএ/