রাবির ব্রাজিল ফ্যানস ক্লাবের নীরবতা পালন
সৌদি আরবের সাথে ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা পরাজিত হওয়াতে আর্জেন্টিনার সমর্থকদের সমবেদনা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ব্রাজিল ফ্যানস ক্লাব। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এ নিরাবতা পালন করেন ব্রাজিল ফ্যানস ক্লাব।
এসময় ব্রাজিল সমর্থক গোষ্ঠীরা বলেন, এশিয়ার পরাশক্তি সৌদি আরবের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হওয়ায় আর্জেন্টিনা টিম ও আর্জেন্টিনা ফ্যান ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সমর্থকদের জন্য ব্রাজিল ফ্যান ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয় অত্যন্ত কষ্টিত, ব্যথিত ও দুঃখভারাক্রান্ত ৷ তাদের এই দুঃখ-কষ্ট শোক শক্তিতে রূপান্তরিত করে পরবর্তীতে যেন ভালো ফলাফল করতে পারে সেই লক্ষ্যে ব্রাজিল ফ্যান ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ মিনিট নিরাবতা পালন করেন। আমাদের সব সদস্য আর্জেন্টিনা ফুটবল দল ও তাদের সমর্থকদের পাশে আছে।
ব্রাজিল ফ্যানস ক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, আর্জেন্টিনা কথায় কথায় বলে তারা খুব ভালো খেলে। কিন্তু কোথায় তাদের ভালো খেলে। ফিফা র্যাংকিংয়ে ৫১ তম দল সৌদি আরবের সাথে তারা হেরে গিয়ে প্রমাণ করেছে এ ক্যাম্পাসে আর্জেন্টিনার কোনো অবস্থান নেই। তাদের সাপোর্টাদের আমরা সমবেদনা জানাই।
ব্রাজিল ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাসিব বলেন, সৌদি আরবের সাথে আর্জেন্টিনার হার এক নিন্দা জনক অধ্যায়। এ হার বিশ্বকাপের অপমান। যারা খেলা বুঝে, খেলা জানে সেই দলকেই সাপোর্ট করা উচিত। ব্রাজিল সর্বাধিক বিশ্বকাপ বিজয়ী দল। এবারেও বিশ্বকাপ ব্রাজিলের হাতেই উঠবে। বাংলাদেশ থেকে ব্রাজিলের জন্য যে পরিমাণ সাপোর্ট ও দোয়া আছে এবার অবশ্যই ব্রাজিল বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের নিয়ে ব্রাজিল ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু সভাপতি ও মিজানুর রহমান তাসিবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে ব্রাজিল ফ্যানস ক্লাব।
এএজেড