পোস্টার ব্যানার লাগানোর নিয়ম থাকলেও মানছে না কেউ!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন কর্তৃক ক্যম্পাসে পোস্টার, ব্যানার লাগানোর নিয়ম মানছে না কেউই। পোস্টারে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ভবনগুলোর দেয়াল এবং প্যারিস রোড সহ বিভিন্ন স্থান। প্রাকৃতিক ও অবকাঠামোগত সৌন্দর্য হারাচ্ছে ক্যম্পাস। নষ্ট হচ্ছে ভবন গুলোর রং এবং দেওয়াল।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা গেট এবং বিনোদপুর গেটে পোস্টারে তিলঠাই নেই অবস্থা। যার কারণে আয়তনে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ চেনার কোন উপায় নেই।
এছাড়াও ক্যাম্পসের একাডেমিক ভবন গুলোর দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, বার্তা থাকা সত্বেও দেয়ালগুলো ছেয়ে আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের পোস্টারে। হলগুলোর বারান্দায়, গেস্টরুমও বাদ যায়নি। ফলে, বিশ্ববিদ্যালয় ভবনগুলোর দেয়ালের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী কাজী যুবায়ের বলেন, ক্যম্পাসে প্রায় সব জায়গায় যত্রতত্র ব্যানার টানানোর বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগছে। এসব জায়গার মধ্যে দিয়ে চলাচল করলে মনে হয় না এটা কোন শিক্ষা প্রতিষ্ঠান। মনে হয় কোনো নির্বাচনী এলাকা।
ফার্সি বিভাগের আরেক শিক্ষার্থী দিপু রায় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৫৩ একরের মতিহার সবুজের স্বর্গ বলেই সকলের কাছে সমাদৃত। ক্যাম্পাসের এই অপরূপ শোভা শিক্ষার্থী এবং দর্শনার্থী সবাইকে মুগ্ধ করে। কিন্তু ইদানীং পুরো ক্যাম্পাস ছেয়ে গেছে নানান ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টার, ব্যানার দিয়ে! যা দৃষ্টিকটু এবং বিব্রতকর। ক্যাম্পাস-কে ব্যানার ফেস্টুনের গ্রাস থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও সুন্দর করবার লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ক্যম্পাসে পোস্টার, ব্যানার লাগানো নিয়ম আছে। কিন্তু নিয়ম না মেনেই এই পোস্টার ব্যানার গুলো লাগানো হয়। সম্প্রতি ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু সম্মেলনের সময় চলে গেছে। আমরা তাদের সাথে কথা বলেছি। দ্রুত এগুলো নামিয়ে ফেলা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, যারা এসব পোস্টার ব্যানার লাগিয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। এ বিষয় প্রক্টর তাদের সাথে আজকে (সোমবার) কথা বলবেন এবং নামিয়ে ফেলার নির্দেশনা দিবেন।
নিয়ম না মেনে পোস্টার ব্যানার লাগানোর বিষয় জানতে চাইলে বলেন, আমরা তাদের বলেছি এই ক্যম্পাস তোমাদের। ক্যম্পাসের সৌন্দর্য নষ্ট হলে তোমাদেরই খারাপ লাগবে। যারা নিয়ম মানবে না পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড