রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের দাম বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের দাম আবারও বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যা নভেম্বর ২০ তারিখ থেকে কার্যকর হবে। এই বিষয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. এ কে এম আরিফুল ইসলাম নিশ্চিত করেন এবং তার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
খাবারের দাম বৃদ্ধি বিষয় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. এ কে এম আরিফুল ইসলাম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পূর্বের দাম অনুযায়ী আমরা দীর্ঘদিন যাবত লোকসানে আছি। আমাদের এই লোকসান নিয়ে চলা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমরা সাধারণ মিল দুই টাকা ও অন্যান্য মিল পাঁচ টাকা বৃদ্ধি করেছি।
শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা বললে তিনি বলেন, দামবৃদ্ধি কখনই শিক্ষার্থীদের জন্য সুবিধার নয়। তাদের কথা আমরাও ভাবছি কিন্তু কোন উপায় নেই। তাই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের দামই বৃদ্ধি হয়েছে। হলের খাবারের দাম অপরিবর্ত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ, এবছরের পহেলা জুলাই বিশবিদ্যালয়ের সব হলের এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুপুর ও রাতের খাবারের দাম চার টাকা বৃদ্ধি করা হয়েছিলো।
এএজেড