জবির চারুকলা বিভাগের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ১২০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চারুকলা বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা বিভাগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোখিক পরীক্ষা চলবে এবং মাঝে ৩০ মিনিটের জন্য খাবার বিরতি দেওয়া হবে।
মোখিক পরীক্ষার মার্ক থাকবে ১০। শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। মোখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তীতে চুড়ান্ত ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী মোখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে পরবর্তী সময়ে অংশগ্রহণ করতে পারবে না।
এমএমএ/