অর্ধেকেরও বেশি আসন ফাঁকা জবির প্রথম মেধাতালিকায়
গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকায় ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১ হাজার ৪৭৭টি আসন ফাঁকা রয়েছে।
ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
তিনি বলেন, প্রথম মেধাতালিকায় ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ২৮৮ জন ভর্তি হয়েছেন। দ্বিতীয় মেরিট লিস্ট ১৮ নভেম্বরের আগেই প্রকাশ করা হবে।
তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
এর আগে গত ৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। যার ভর্তি কার্যক্রম শুরু হয় ৭ নভেম্বর থেকে। এটি শেষ হয় ১১ নভেম্বর রাত পর্যন্ত। মূল কাগজপত্রসহ সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দেওয়া শেষ হয় ১২ নভেম্বর।
প্রথম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ১ হাজার ১৫৫ জন, ‘বি’ ইউনিটে ৮৫০ জন এবং ‘সি’ ইউনিটে ৬১০ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এই তিন ইউনিটে সর্বমোট ৪৩ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে মোট আসন সংখ্যা ৮২৫টি। ‘বি’ ইউনিটের জন্য ১৭টি বিভাগে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে।
এসজি