কাগজের মূল্যবৃদ্ধিতে ঢাবিতে কচুপাতা ও কলাপাতা হাতে বিক্ষোভ
কাগজসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধিতে কচুপাতা ও কলাপাতা হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।
ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস বলেন, অন্যান্য খাতে প্রণোদনা দেওয়া হলে শিক্ষাখাতে তেমন প্রণোদনা দেওয়া হয়নি। করোনা মহামারি পরিস্থিতিতে যখন শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে দিচ্ছিল, ঠিক সেসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ শতাংশ কর আরোপ করা হয়। প্রথমের দিকে কর আরোপে ব্যর্থ হলে, পরবর্তীতে তা বাস্তবায়ন করা হয়। এখন আবার শিক্ষা পণ্যের উপর অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয়েছে। অবিলম্বে শিক্ষা পণ্যের আরোপিত বৃদ্ধি দাম প্রত্যাহার করে শিক্ষার্থী বান্ধব সামাজ কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
ঢাবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কাজী রাকিব হোসেন বলেন, কাগজে বাংলাদেশ আমদানি নির্ভর নয়। বাংলাদেশ তাদের কাগজের পুরো অংশ তারা নিজেরাই উৎপাদন করে থাকে। গত দেড় মাস থেকে কাগজের মূল্যবৃদ্ধির পেয়েছে, যার ফলে বই পত্রের দাম অনেক বেড়েছে। কাগজের দাম বাড়াতে ছাত্ররা বই কিনতে পারছে না, অন্য দিকে বই কিনতে না পারাতে প্রকাশনীরা নতুন করে বই ছাপতে পারছে না।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, গত চার-পাঁচ মাসে কাগজের টন প্রতি ৩৫-৩৭ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজধানীর সব একই চিত্র। কাগজ ব্যবসায়ী দুষছে মিল মালিকের, আবার মিল মালিকরা দুষতে ওই রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে। আগামী ১৫ দিনের মধ্যে এ বাজার নিয়ন্ত্রণে নিয়ে সিন্ডিকেট ভাঙব। বাণিজ্যমন্ত্রীর যদি সৎ সাহস থাকে অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাভলী হক, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ওই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
আরএ/