বেরোবির প্রথম মেধাতালিকায় ১৩৯৫ আসনের ৫২৮টিই ফাঁকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকা থেকে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ৮৬৫ জনের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে এখানে মোট আসন রয়েছে ১ হাজার ৩৯৫টি। প্রথম মেধাতালিকায় ভর্তি হয়েছেন ৮৬৫ জন। বিশ্ববিদ্যালয়ে এখনো ৫২৮টি আসন ফাঁকা রয়েছে।
প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪৩ জন, মানবিক ‘বি’ ইউনিটে ২২০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ‘সি’ ইউনিটে ভর্তি হয়েছেন ২০২ জন। এই তিন ইউনিটে ফাঁকা আসনের সংখ্যা যথাক্রমে ২৬৪, ১৪২ এবং ১২৪।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আবেদনের সুযোগ ছিল।
এসজি
