‘৭ দিনের কর্মসূচি’তে গণস্বাক্ষর সংগ্রহ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
৯ নভেম্বর, বুধবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরের দাবীতে ৭ দিনের গণস্বাক্ষর কর্মসূচির শেষ দিন ছিল।
রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন অসংখ্য ছাত্র, ছাত্রী, অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারী। তারা তাদের দাবীগুলোও জানিয়েছেন।
২৭ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরের আমতলায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিগুলো আদায়ের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল রাকসু আন্দোলন মঞ্চ।
মঞ্চের প্রথম কর্মসূচি ছিল-৭ দিন লিফলেট বিতরণ। তারা প্রায় ১০ হাজার লিফলেট বিতরণ করেছেন।
তারা কর্মসূচির দ্বিতীয় ধাপে ৭ দিনের গণস্বাক্ষর কর্মসূচি করেছেন। পরবর্তীতে তাদের মাসব্যাপী কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে পালন করার কথা আছে।
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র, ছাত্রীরা গণস্বাক্ষর কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। স্বাক্ষর করার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মতামত, বিভিন্ন দাবী জানিয়েছেন। আমরা বার, বার কর্তৃপক্ষকে বলছি যে, এই দাবীগুলো শিক্ষার্থীদের। আজই আমরা প্রায় ২ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি।’ তিনি বলেন, ‘গণস্বাক্ষর কর্মসূচি শেষ হলে আমরা আবারও প্রশাসনের সাথে বসব। তারা যদি আমাদের দাবীগুলো না মানেন, তাহলে ধারাবাহিকভাবে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি চালিয়ে যাব। এই মাসেই আমরা দুটি আলোচনা সভা ও একটি ছাত্র সমাবেশের আয়োজন করব।’
রাকসু আন্দোলন মঞ্চের অন্যতম সংগঠক রুদ্র-আল-মুত্তাকিন জানিয়েছেন, ‘আমাদের মঞ্চের ৭ দিনের গণস্বাক্ষর কর্মসূচি আজ শেষ হলো। কর্মসূচিকে বিপুল শিক্ষার্থী সমর্থন করেছেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ২০২০-’২১ শিক্ষাবর্ষের ছাত্র মো. জোবায়ের বলেছেন, ‘রাকসু না থাকায় আমাদের দাবীগুলো কাউকে জানাতে পারছি না। আমরা চাই, বরাবরের মতো গণতান্ত্রিকভাবে রাকসু নির্বাচন হোক। যেন দাবীগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছাতে পারি।’
ওএফএস।