সিএসই’র প্রধান ড. আবদুর রহিম আইসিটি সেলের পরিচালক
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুর রহিমকে ‘আইসিটি সেল’র পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। ৫ নভেম্বর তিনি নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন।
অধ্যাপক ড. মো. আবদুর রহিম ছাত্রজীবন থেকে অত্যন্ত মেধাবী। ২০০২ সালে এসএসসি এবং ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’ থেকে সেরা ছাত্র হিসেবে অনার্স ও মাস্টার্স। ছাত্রজীবনে সমাজসেবামূলক কাজের জন্য বিভিন্ন পুরস্কারেও ভূষিত।
আবদুর রহিম ২০১২ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। ১০ বছরেরও অধিক সময় ধরে অধ্যাপনা করছেন।
২০২০ সালে জাপানের প্রথম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব আইজু’ থেকে ‘হিউম্যান কম্পিউটার-ইন্টার্যাকশন’-এ তিনি পিএইচডি।
অধ্যাপক ড. রহিম অধ্যাপনার পাশাপাশি তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত আছেন তিনি।
আন্তর্জাতিক কনফারেন্স ও আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক ড. রহিমের ৩৯টি আর্টিকেল প্রকাশিত।
অধ্যাপক ড. মো. আবদুর রহিম আইসিটি সেলের পরিচালক হবার পর অনুভূতি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং প্রযুক্তি সেবাকে আরও আধুনিক এবং যুগোপযোগী করব। সততা, মেধা ও কর্মপ্রচেষ্টার জন্য আমার ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাখা আস্থা পূরণের চেষ্টা করব।’
লেখা ও ছবি : মো. বাবুল হোসেন, জনসংযোগ কর্মকর্তা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ওএফএস।