ছেলে হত্যার সুষ্ঠু বিচার চান বুয়েট ছাত্র ফারদিনের বাবা
ছেলে হত্যার বিচার চেয়ে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের বাবা কাজী নুর উদ্দিন রানা। তিনি বলেছেন, ‘এটা হত্যাকাণ্ড। আমার ছেলেকে ফিরে পাব না। হত্যায় যারা জড়িত আমি তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানাই।
মঙ্গলবার (৮ নভেম্বর) বুয়েটের কেন্দ্রীয় মসজিদে নিহত পরশের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাজী নুর উদ্দিন রানা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে আমরা শুধু জানতে চাই তার সঙ্গে কী হয়েছে। তার হত্যাকারীদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের সহযোগিতা চাই। আমাদের দাবি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।’
হত্যাকাণ্ড মনে হওয়ার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে পরশের বাবা বলেন, ‘আমার ছেলেটা লেখাপড়ায় অনেক মেধাবী ছিল। লেখাপড়ার পাশাপাশি ডিবেটিং করত, গবেষণার কাজে ছিল, জার্মানিতে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কে বুয়েটের হয়ে অংশ নেওয়ার কথা ছিল। তার পাসপোর্ট করা হয়েছে। ভিসা হয়ে গেছে ৷ এরই মধ্যে এ ঘটনা ঘটে গেল। আমার সন্তানকে ফিরে পাব না। বিচারটা চাই।’
বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন নিহত পরশের সহপাঠীরা। এটিকে তারা হত্যাকাণ্ড মনে করছেন। তাই এই হত্যায় জড়িতদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন তারা।
এদিকে জানাজা শেষে পরশের মরদেহ ডেমরায় তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান সালাউদ্দিন স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছন দিক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কেএম/এএস